বাউফলে নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে জেলেদের ট্রলার থেকে ইলিশ বিক্রির অভিযোগ

বাউফলে নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে জেলেদের ট্রলার থেকে ইলিশ বিক্রির অভিযোগ

এ.এফ.এম রিয়াজ, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: ইলিশ আহরন, বিপনন এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকার মধ্যেও পটুয়াখালীর বাউফলে কালাইয়া নৌ- পুলিশ ফাঁড়ির অদূরে লঞ্চ ঘাট এলাকায় জেলেদের ট্রলার থেকে প্রকাশ্যে  ইলিশ মাছ বিক্রি করা হয়েছে। প্রশাসনকে ম্যানেজ করে এ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  
খবর পেয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিন কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সাগর থেকে আসা একটি ট্রলার থেকে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। আর এ মাছ কিনতে হুমড়ি খেয়ে পরছে সাধারন মানুষ। স্থানীয় একাধিকজনের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গল বার ইলিশ মাছগুলো ধরা হয়েছে। অনত্র বিক্রি করা ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মাছগুলো বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আড়ৎদার বলেন, “মাছগুলো মঙ্গলবার ধরা হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যথাসময়ে মাছ ধরার ট্রলাটি তীরে আসতে পারেনি। তাই মাছগুলোতে পচন ধরায়, স্থানীয় ভাবে বেচাবিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও পিজুস চন্দ্র দে স্থানীয় এক সাংবাদিককে বলেন, “ফেসবুকে আপনার আপলোড করা একটি ভিডিও দেখে আমিতো দৌঁড়ের উপর আছি। এ ঘটনার সাথে জড়িত হযরত আলীকে ধরার জন্য যাচ্ছি”।